বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয়। সবাই বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহার করে কেউ ব্যাবসায়িক উদ্যেসে আবার কেউ কোনো যোগাযোগ করার ক্ষেত্রে। আপনি যে জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করেন না কেন আপনার ইনস্টাগ্রাম একাউন্ট যদি আর ভালো না লাগে তাহলে কীভাবে ডিলিট করবেন ইনস্টাগ্রাম একাউন্ট। আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম।
ইনস্টাগ্রাম বর্তমানে অনেক জনপ্রিয় হলেও এটি সাধারন মানুষের জন্য ততটা জনপ্রিয় না। যারা সেলিব্রেটি তারা ইনস্টাগ্রাম তাদের জন্য আর আমরা যারা সাধারন মানুষ তাদের জন্য ইনস্টাগ্রাম একটা দুর্লব বিষয়। ইন্সটাগ্রামে সাধারন মানুষের জন্য নেই কোনো ফ্রেন্ড সেই কোনো চেনা জানা মানুষ তাই অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করতে চাই। কিন্তু তারা জানে না কীভাবে ইনস্টাগ্রামে একাউন্ট ডিলিট তরতে হয় আজ আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করবেন।
ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম
আপনি যদি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করেন তাহলে আপনি এতদিন যাপত ইনস্টাগ্রামে যত পিকচার যত ভিডিও আপলোড করেছেন সবকিছু ডিলিট হয়ে যাবে আপনি আর সেগুলোকে ফিরিয়ে আনতে পারবেন না। আপনি ইনস্টাগ্রাম একাউন্ট দুইভাবে ডিলিট করতে পারেন একটি হচ্ছে সামরিক কিছু সময়ের জন্য আর অপরটি হচ্ছে সারাজীবনের জন্য। আপনি যদি অল্প কয়েকদিনের জন্য ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট তরেন তাহলে আপনি এই একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন কিন্তু যদি পারমানেন্ট ভাবে ডিলিট করেন তাহলে আর কোনো দিন একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন না। আমি দুটি নিয়মের দুটির পদ্ধতিই দেখাবো।
ইনস্টাগ্রাম একাউন্ট ডিঅ্যাকটিব করার নিয়মঃ
আপনি যদি আপনার ইনস্টাগ্রাম একাউন্ট অল্পকিছু দিনের জন্য ডিলিট করতে চান তাহলে আপনি ডিঅ্যাকটিব করতে পারেন। ডিঅ্যাকটিব করলে আপনি যেকোনো সময় আপনার একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন এবং ডিঅ্যাকটিব করার পর আপনাকে অন্যকেউ অনলাইনে পাবে না। ইনস্টাগ্রাম একাউন্ট করতে প্রথমে আপনি ইনস্টাগ্রাম ওয়েবসাইটে যান এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পর আপনার প্রোফাইলে যান এবং এডিট প্রোফাইলে ক্লিক করুন।
ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে Disable My account এ ক্লিক করবেন।
তারপর একটি পেইজ আসবে এই পেইজে একটি অপশন আসবে এই অপশন থেকে যেকোনো একটা সিলেক্ট করে আপনার পাসওয়ার্ড দিয়ে Disable এ ক্লিক করুন।
তাহলেই আপনার একাউন্ট ডিলিট হয়ে যাবে।
- ইনস্টাগ্রাম একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার উপায়
- টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম
- টিকটক আইডি ডিলিট করার নিয়ম
ইনস্টাগ্রাম একাউন্ট পারমানেন্টলি ডিলিট করার নিয়মঃ
আপনি যদি আপনার একাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারবেন। আপনি পারমানেন্টলি ডিলিট করার ১ মাসের মধ্যই আপনার একাউন্ট ডিলিট হয়ে যাবে। একাউন্ট ডিলিট হয়ে গেলে আর আপনি একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন না। ডিলিট করতে প্রথমে আপনি ইনস্টাগ্রাম এর এই লিংকে যান। যাওয়ার পর একটি অপশন বক্স আসবে আপনি এখান থেকে যেকোনো একটি চয়েস করবেন।
তারপর আপনার একাউন্টের পাসওয়ার্ড দিবেন এবং Delete এ ক্লিক করবেন।
তবেই আপনার একাউন্ট ডিলিট হতে শুরু করবে যেমন আমার একাউন্ট ডিলিট হতে শুরু করেছে।