ব্লগার বন্ধুরা স্বাগতম তোমাদের আজকে আমার আরো একটি নতুন পোস্টে। এই পোস্টে আসি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ব্লগে লেখার জন্য প্রতিদিন নতুন নতুন পোস্টের আইডিয়া পাবেন। আপনারা বা আমরা যারা ব্লগার তারা নিশ্চয়ই খেয়াল করেছো আমাদের ব্লগে লিখতে লিখতে হয়তো এখন আর নতুন কোনো পোস্ট লিখায় আইডিয়া পাইনা কিন্তু এভাবে চলতে থাকলে কোন একদিন আমাদের ব্লগিং বাদ দিতে হবে। কিন্তু এমন কী কোনো উপায় আছে যেগুলোর দ্বারাতে প্রতিদিন নতুন নতুন পোস্ট লিখা যাবে নতুন নতুন বিষয় বা টপিক নিয়ে। হ্যা আছে এই পদ্ধতিও আঝে কীভাবে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন সেটি নিয়েই মুলত আজকে আমার পোস্ট।

 

আমি আজকে এই পোস্টে সম্পূর্ণভাবে বোঝাতে চেষ্টা করবো কীভাবে প্রতিদিন নতুন টপিক নিয়ে পোস্ট লিখবেন ব্লগে। এই টিউনটি পড়ার পরে আপনি সারাজীবন আপনি নতুন নতুন কন্টেন্ট লিখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আর এই ইউনিক কন্টেন্ট লিখার বিষয়গুলোর মাধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে লিখতে পারবেন সেটি হচ্ছে বর্তমান সময়ে মানুষ আসলে কী চাই তাদের আগ্রহটা কী এসব নিয়ে পোস্ট লিখতে। ধরুন আপনি বিভিন্ন টেকনোলজিস বিষয় নিয়ে লিখেন তবে যারা টেকনোলজি বিষয়ক কিছু একটা আগ্রহ আছে তারাই শুধু এই পোস্টটা পড়বে কিন্তু আপনি যদি অন্যান্য মানুষের আগ্রহ নিয়ে লিখেন যেগুলোতে আসলে মানুষের চাহিদা বেশি থাকে। আর কথা বাড়াবো না সোজা চলে যাবো মূল পোস্টে যেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো।

আরো পড়তেঃপোস্ট লিখে হাই কোয়ালিটির ব্যাকলিংক নেওয়া কয়েকটি বেস্ট ওয়েবসাইট ২০২২

নতুন নতুন বিষয় নিয়ে আর্টিকেল লিখার কিছু টেকনিকঃ

আমি আপনাদেরকে নিচে কয়েকটি নতুন নতুন পোস্ট লিখার টেকনিক দিচ্ছি যেগুলো মেনে আপনি পোস্ট লিখদে পারেন। তো কী সেই টেকনিকগুলো দেখুন নিচে,,

(১)চলমান বিষয় নিয়ে লেখাঃ

চলমান বিষয় নিয়ে লেখা মানে ধরুন আজকাল একটি বিষয় নিয়ে খুব মাথামাথি হচ্ছে তাহলে আপনি এই বিষয়টি নিয়ে আর্টিকেল লিখতে পারেন। এতে আপনার ব্লগে ইউনিক ভিজিটর আসবে গুগল থেকে অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে। ধরুন কোনো একটি বিষয় ভাইরাল হয়েছে তাহলে আপনি এই বিষয়টি নিয়ে লিখতে পারেন কারন এই বিষয় নিয়ে মানুষের আগ্রহ তখন অনেক বেড়ে যায়।

(২)মানুষ আজকাল কী চায় সেটি নিয়ে লিখুনঃ

ধরুন আজকাল মানুষ চাচ্ছে কীভাবে অল্পটাকায় বেশি বিনিয়োগ করা যায কীভাবে অল্পটাকায় বেশি লাভবান হওয়া যায সেটি। তাহলে আপনি যতি এসব বিষয জানেন তবে এসব বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন কারন এগুলোর বর্তমানে প্রচুর চাহিদা। অথবা কেউ চাচ্ছে একটি ভালো মানের মোবাইল কিনতে এসং একটি ভালো মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে। তাহলে আপনি ভালো কয়েকটি মোবাইল এর রিভিউ নিয়ে লিখতে পারেন। অথবা বর্তমানে আলোরন সৃষ্টিকারী কিছু বিষয় নিয়ে লিখতে পারেন যেগুলোতে আসলে মানুষের চাহিদা আছে।

(৩)প্রশ্নোত্তর সাইট কোরাকে অনুসরন করেঃ

বর্তমানে মানুষের জানার আগ্রহ অনেক মানুষের মাথায় যাই চিন্তা আসে সেটি সম্পর্কে জানতে চায়। আপনি যদি কোরার একজন সদস্য হন তবে আপনিও কোরা থেকে কোনো একটি বিষয় নিয়ে জানতে পারেন এবং যদি দেখেন কোনো একটি প্রশ্নে উত্তর দেওয়া হয়নি তবে আপনি এই প্রশ্নের চাহিদা অনুযায়ী আপনার সাইটে পোস্ট করতে পারেন। কোরা শুধু জানার জন্যই নয় বিভিন্ন ওয়েবমাস্টার রা কোরাতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের ওয়েবসাইটের র্যাংকিং বাড়াচ্ছে। (৪)গুগএ সার্চ সাজেশন অনুসরণ করেঃ আপনি গুগল সার্চ সাজেশনকে ফলো করেও লিখতে পারেন। যেমন আমরা কোনো একটি বিষয় নিয়ে সার্চ করার জন্য গুগলে লেখার জন্য সার্চ বারে বিভিন্ন সাজেশন দেখায় আপনি এই সাজেশন থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোকে নিয়ে লিখতে পারেন। গুগলে সাজেশন দেখায় কারন এই বিষয় গুলো গুগলে মানুষ বেশি বেশি সার্চ করে তাই।

(৫) অন্যান্য ফোরাম সাইটকে ফলো করে এবং কমেন্ট এর উত্তর দিয়েঃ

আপনি যদি কোনো টেকনোলজি বিষয়ক ফোরামে যুক্ত থনকেন তাহলে আপনি সেখান থেকেও নতুন নতুন পোস্ট লিখার টপিক পাবেন যেগুলো আপনি আপনার সাইটে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন। অথবা কেউ কমেন্ট করে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছে তাহলে আপনি সেই কমেন্ট এর রিপ্লে হিসেবে একটি নতুন পোস্টে কমেন্ট এক উত্তরটি দিতে পাবেন। বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই আপনি বোঝে গে ছেন কীভাবে প্রতিদিন নতুন পোস্ট লিষার টপিক পাবেন কীভাবে।

আপনি উপরের উৎস্যগুলো ফলো করেন তবে আপনি প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে লেখালেখি করতে পারবেন। বন্ধুরা পোস্টটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের ব্লগের সাথে থাকবেন আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *