মোবাইল দিয়ে ফন্ট তৈরি করার উপায় দেখাবো আমি আজকে এই পোস্টে।
আমরা প্রতিদিন বিভিন্ন পোস্টার বা থাস্বনেইল বানাতে আমরা বিভিন্ন ফন্ট ব্যবহার করি।
আমরা ফন্ট ব্যবহার করি কারন যেকোনো ফটোতে লিখলে সেই লিখাকে আরো সুন্দর ও আকর্ষণীয় করতে আমরা বিভিন্ন ফন্ট ব্যবহার করি।আপনি যদি চান আপনি নিজে ব্যবহারের জন্য নিজে একটি ফন্ট তৈরি করবেন।
আসলে নিজের ফন্ট দিয়ে নিজে লিখলে আরো ভালো লাগে আর আমি এই পোস্টে আমি আপনাদের দেখাবো কীভাবে নিজে নিজে ফন্ট বানানো যায়।
অনেকেই হয়তো অনেক উপায় খুজে কীভাবে নিজে নিজে মোবাইল দিয়ে ফন্ট বানানো যায় সেটি কিন্তু কোনো সঠিক কোনো উপায় জানেন না।
আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ টিউনটি প্রকাশ করছি কীভাবে নিজে নিজে ফন্ট বানাবেন।
মোবাইল দিয়ে ফন্ট বানানোর উপায়ঃ
আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই একটি ফন্ট তৈরি করতে পারবেন।
আপনাকে ফন্ট তৈরি করতে প্রয়োজন হবে একটি স্মার্টফোন এবং একটি অ্যাপ।
যে অ্যাপটি দিয়ে ফন্ট তৈরি করবেন সেটির নাম হচ্ছে Fonty।তো প্রথমে আপনারা ফন্টি অ্যাপটি ডাউনলোড করে নিবেন।
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। |
ডাউনলোড শেষ হলে আপনি অ্যাপটিকে অপেন করবেন
অপেন করার পর আপনার কাছে আপসার ফোনের স্টোরেজ ইউজ করার পারমিশন চাইবে আপনি পারমিশন দিবেন।
তারপর অ্যাপের নিচের বাম পাশে দেখতে পারবেন New নামে একটি বোতাম আঝে এটিতে ক্লিক করে আপনি একটি নতুন ফন্ট বানাতে পারবেন।
New তে ক্লিক করুন |
তারপর আপনার কাছে ফন্টের নাম ফন্টের অথোরের নাম এবং ফন্টোর অথোরের সাথে কন্টাক্ট করার ওয়েবসাইট দিতে হবে।
এখানে দেখুন a b c এভাবে আছে আপনি এগুলোর উপর দিয়ে আপনার ফন্টের স্টাইল দিয়ে আর্ট করে দিবেন।
সবগুলো পূরন করা হয়েগেলে উপরের ডান পাশে ঠিক চিহ্নে ক্লিক করে আপনার তৈরি ফন্টটি দেখতে কেমন হবে সেটি দেখে নিবেন।
আপনার ফন্টটি সুন্দর হলে আপনি শেয়ার বাটনে ক্লিক করে ফন্টটি আপনার ফোনে সেইভ করে দিবেন।
আপনি উপরের পুরো টিউটোরিয়ালটি পড়ে থাকলে আপনি আপনার ফন্টটি বানাতে পারবেন।এই ফন্টটি আপনি আপনার বিভিন্ন ব্যাক্তিগত কাজে সহ ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারেন।
উপরে আমি আপনাদেরকে কীভাবে নিজে ফন্ট তৈরি করবেন সেটি নিয়ে বিস্তারিত দেখালাম।আশা করি আপনি উপরের টিউটোরিয়ালটি পড়ে কীভাবে মোবাইল দিয়ে ফন্ট বানাবেন সেটি সম্পর্কে কিছুটা হলেও ধারনা পাবেন।
আপনি অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন।আপনার কাছে আজকের টিউনটি কেমন হলো সেটি কমেন্ট করে জানাতে পারেন।